এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথমপত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক,সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ২৫ মে ২০২৩, ০০:০৫
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. হিসাববিজ্ঞানের আওতাভুক্ত কাজ হচ্ছে-
i. লেনদেন লিপিবদ্ধকরণ ii. লেনদেন সংক্ষিপ্ত করে খাতায় লিখন
iii. আর্থিক প্রতিবেদন তৈরীকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২. হিসাববিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত-
i. লেনদেন লিপিবদ্ধকরণ
ii. লেনদেন সংক্ষিপ্তকরণ
iii. লেনদেন শ্রেণিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩. হিসাব তথ্য প্রয়োজন হয়-
i. মানবসম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য
ii. বাজেট প্রণয়ন করতে
iii. পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ১. ঘ, ২. ঘ, ৩. ঘ।